হোম পিছনে ফিরে যান

পুঁজিবাজারে ইতিবাচক ধারা অব্যাহত, আশা জাগছে বিনিয়োগকারীদের

sharebazarnews.com 5 দিন আগে

টানা পতনের কারণে বড় বিনিয়োগকারীরা নিজেদেরকে ধীরে ধীরে গুটিয়ে নিয়েছিল। এক পর্যায়ে বাজারে সূচক ও লেনদেনে পতন প্রবণতা ঝেঁকে বসে। সূচক কমতে কমতে তলানিতে এসে ঠেকে। পাশাপাশি লেনদেনের খরাও বড় আকার ধারণ করে।তবে পতন কাটিয়ে চাঙা মেজাজে ফিরেছে বাজার। ফলে নতুন করে আশা জাগছে বিনিয়োগকারীদের।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে এখন তলানিতে এসে ঠেকেছে। এখান থেকে বাজার সামনে যাওয়ার অনেক স্পেস রয়েছে। কিন্তু পেছনে যাওয়ার তেমন স্পেসনেই নেই।চলতি বছরের ৬ মাসে বাজারের সূচক কমেছে হাজার পয়েন্টের বেশি। বিনিয়োগকারীদের পুঁজি উধাও হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা। এখন সেই হারানো সূচক ও পুঁজি উদ্ধারের পালা। বিনিয়োগকারীরা কিছুটা ধৈর্য্য ধারণ করলেই বাজার তর তর করে ওপরে উঠে যাবে।

তারা বলছেন, বাজার এখন বিনিয়োগ অনুকূল। এখন বিনিয়োগ করলে লাভ হওয়ার সম্ভাবনা সমধিক। বিষয়টি মাথায় রেখে বড় বিনিয়োগকারীরা ধীরে ধীরে বাজারে ফিরছেন। যে কারণে বাজারে সূচক ও লেনদেন থেমে থেমে হলেও ইতিবাচক প্রবণতায় অগ্রসর হচ্ছে।

বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৪০৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫১ টির, দর কমেছে ৮৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪ টির।

ডিএসইতে ৬০৫ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮০ কোটি ৫৬ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫২৪ কোটি ৫৬ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯২৪ পয়েন্টে।

সিএসইতে ২৪০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৫ টির দর বেড়েছে, কমেছে ৮৬ টির এবং ৩৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

People are also reading