হোম পিছনে ফিরে যান

২৫০ গ্রাম হেরোইন বহনের দায়ে ২ জনের যাবজ্জীবন

bdnewstimes.com 2024/6/2
CTG Life Time Jail News Photo 15 05 2024

স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: ২৫০ গ্রাম হেরোইন বহনের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।

বুধবার (১৫ মে) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ। দণ্ডিত দুজন হলেন— আবদুল মালেক ও আবুল হোসেন।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০১৩ সালের ২ এপ্রিল রাতে নগরীর ডবলমুরিং থানার কদমতলী বাস স্টেশনে একটি দোকানের সামনে থেকে ২৫০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় র‍্যাব-৭-এর তৎকালীন উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডবলমুরিং থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এর মধ্যে মো. নয়ন নামে এক আসামি মারা যান। ২০১৬ সালের ৭ এপ্রিল তিনজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ সারাবাংলাকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মালেক ও আবুল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই রায়ে আদালত প্রত্যেককে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।

মামলা কার্যক্রম চলার সময়ে নয়ন নামে এক আসামি মারা যান। আরেক আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।

সারাবাংলা/আইসি/টিআর

People are also reading