হোম পিছনে ফিরে যান

খুলনায় চেয়ারম্যানকে গুলি করে হত্যা

banglatribune.com 2024/10/6

খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে (৪০) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

প্রথমে সড়ক দুর্ঘটনায় নিহত হয় বলে প্রচার হয়। হাসপাতালে নেওয়ার পর পিঠে একাধিক গুলির চিহ্ন পাওয়া যায়। তিনি রাতে উপজেলা সদর থেকে নিজ মোটরসাইকেলে খুলনায় আসার পথে গুটুদিয়ায় ওয়াপদা ব্রিজের মাথায় এ ঘটনা ঘটে। তার লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, সারাপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলামের লাশ খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে রাখা হয়েছে। প্রথমে মোটরসাইকেল দুর্ঘটনার কথা শোনা যায়। পরে হাসপাতালে নিলে জানা যায় সন্ত্রাসীরা গুলি করেছে।

খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। জনপ্রিয় চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।  চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহের বিভিন্ন স্থানে ৭টি গুলি লেগেছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা জোবায়েদ আলী মিলনায়তনে হয়। এ সভায় তিনি অংশগ্রহণ করেন। সভা শেষে রাত সাড়ে ৯টার দিকে নিজ মোটরসাইকেলযোগে খুলনা মহানগরীর বাসায় ফিরছিলেন। খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের কাছে পৌঁছালে তিনি মোটরসাইকেল নিয়ে লুটিয়ে পরেন।

পথচারীরা জানায়, ঘটনার সময় একাধিক গুলির শব্দ হয়। আততায়ীর গুলিতে চেয়ারম্যান রবি গুরুত্বর আহত হন। তাকে প্রথমে ডুমুরিয়া উপজেলা হাসপাতাল ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ডুমুরিয়ার শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচন এবং ২০১৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

People are also reading