হোম পিছনে ফিরে যান

ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন

gramerkagoj.com 2024/9/29

প্রকাশ : মঙ্গলবার, ২৫ জুন , ২০২৪, ১১:২৩:০০ এ এম , আপডেট : মঙ্গলবার, ২৫ জুন , ২০২৪, ১১:২৫:৩১ এ এম

বাগেরহাটে ভাতিজার লাঠির আঘাতে আজাহার শেখ (৬০) নামে হতভাগ্য এক চাচা খুন হয়েছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটে। সোমবার (২৫ জুন) রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে এদিন বিকেলে জমি সংক্রান্ত বিরোধে ভাতিজা, ভাবি ও ভাতিজির হামলায় গুরুতর আহত হয় আজাহার শেখ।
নিহত আজহার শেখ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সায়েম শেখের ছেলে। তিনি ঢাকায় মাছের ব্যবসা করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এদিকে, নিহতের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, নিহতের বড় ভাই মৃত আফজাল শেখের স্ত্রী মমতাজ বেগম, ছেলে হুমায়ুন শেখ ও হুমায়ুনের স্ত্রী সাবিনা বেগম।
নিহতের ছোট ভাই কালাম শেখ বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমার ভাই আজাহার শেখের সাথে ভাতিজা হুমায়ুন ও তার পরিবারের বিরোধ চলছিল। এই বিরোধের জেরে সোমবার বিকেলে হুমায়ুন, হুমায়ুনের স্ত্রী ও মা আজাহার শেখের উপর হামলা করে। এসময় ভাতিজার লাঠির আঘাতে আজাহার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখান থেকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, নিহতের খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

People are also reading