হোম পিছনে ফিরে যান

‘৫৪৩-এ ৯৯ পেয়েছেন, একশোতে নয়’, ‘পরজীবী’ কংগ্রেসকে তীব্র কটাক্ষ মোদির

sangbadpratidin.in 2024/10/6

'মানুষ আপনাদের বিরোধী আসনে বসার জনাদেশ দিয়েছে, চুপচাপ বসে থাকুন', কংগ্রেসকে বললেন মোদি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে মানুষ কংগ্রেসকে বিরোধী আসনে বসার জনাদেশ দিয়েছে। কিন্তু সেটা না করে কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণে কড়া ভাষায় হাত শিবিরকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার প্রধান বিরোধী দল কংগ্রেসকে ‘পরজীবী’ বলেও আক্রমণ করলেন মোদি।

একদিন আগেই সংসদে ঝাঁঝালো ভাষণ দিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি ঘুরিয়ে বুঝিয়ে গিয়েছেন, ২০২৪ লোকসভা নির্বাচনের ফল আসলে বিজেপির হার। বস্তুত বিরোধীরা এই ফলাফলকে বিজেপির হার হিসাবেই দেখানোর চেষ্টা করছে। মঙ্গলবার সেটারই জবাব দিলেন মোদি। প্রধানমন্ত্রী এদিন বললেন, “কংগ্রেস এই নির্বাচনেও নিজেদের ইতিহাসের তৃতীয় সর্ববৃহৎ হারের মুখ দেখেছে। আপনারা ৫৪৩ আসনের মধ্যে ৯৯ পেয়েছেন। ১০০-তে ৯৯ নয়। জনতা আপনাদের বিরোধী আসনে বসার নির্দেশ দিয়েছে। সেটাই করুন। চুপচাপ বিরোধী আসনে বসুন। মানুষ আপনাদের বিরোধী আসনে দেখতে চায়।”

এর পর হাত শিবিরকে সরাসরি পরজীবী বলে তোপ দেগে প্রধানমন্ত্রী দাবি করেন, ওরা যে দলের সঙ্গে জোট করে সেই দলেরই ভোটব্যাঙ্কে ভাগ বসায়। মোদির দাবি, “কংগ্রেস যে দলের সঙ্গে জোট বাঁধে, তাদেরও ভোট কমে যায়। যেখানে কংগ্রেস প্রধান দল ছিল, সেখানে তার স্ট্রাইক রেট ২৬ শতাংশ। কিন্তু যেখানে কারও জুনিয়র পার্টনার হয়েছিল, সে সব রাজ্যে ওদের স্ট্রাইক রেট ৫০ শতাংশ। গুজরাট, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে নিজেদের দমে লড়েছে। ৬৪টির মধ্যে দু’টিতে জিতেছে তিন রাজ্যে। অর্থাৎ কংগ্রেস এখন ‘পরজীবী’। জোটসঙ্গীদের কাঁধে চড়ে এই আসন পেয়েছে।”

মোদির কটাক্ষ, “দেশ কংগ্রেসকে বলে দিয়েছে, তোমার দ্বারা হবে না। ১ জুলাই লোকে দেখছিল, অ্যাকাউন্টে সাড়ে ৮ হাজার টাকা এসেছে কি না! কারণ, কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল দেশের মা-বোনদের দেবে তারা। সেই সব মা-বোনদের অভিশাপে শেষ হবে কংগ্রেস।”

People are also reading