হোম পিছনে ফিরে যান

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বড় হামলার ঘোষণা

channelionline.com 2024/10/6

দক্ষিণ লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলার পর এবার অঞ্চলটিতে থাকা বেশ কয়েকটি ‘হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে’ বিমান হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

শনিবার (৬ জুলাই) আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী সূত্রে প্রতিবেদনে বলা হয়, হামলায় কাফারকিলা এলাকায় একটি ‘সামরিক ভবন’ এবং সেইসাথে দক্ষিণ লেবাননের বিনাত জাবাল এবং ইয়ারিন এলাকায় বেশ কিছু অবকাঠামোতে আঘাত করবে ইসরায়েল।

আরেকটি প্রতিবেদনে আল-জাজিরা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের মারওয়াহিন এবং হুলা এলাকায় একটি ‘লঞ্চ সাইট’ এবং ‘পর্যবেক্ষণ পোস্ট’ আক্রমণ করে। মূলত এই পর্যবেক্ষণ পোস্টটি হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে হামলা চালানোর জন্য ব্যবহার করেছিল।

এর আগে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বড় ধরনের রকেট ও ড্রোন হামলা চালায়। ইসরায়েলের উত্তরাঞ্চল এবং গোলান মালভূমিতে ২০০ টিরও বেশি রকেট ছুড়েছে তারা। তবে এসব হামলায় কেউ হতাহত হওয়া বা কোনও ক্ষয়ক্ষতি হওয়ার খবর এখনও জানায়নি ইসরায়েলের সেনাবাহিনী।

People are also reading