হোম পিছনে ফিরে যান

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ চালু

boishakhionline.com 3 দিন আগে

প্রকাশিত: ০১-০৭-২০২৪ ২১:৪১

আপডেট: ০১-০৭-২০২৪ ২১:৪১

পটুয়াখালী সংবাদদাতা: সাত দিন পর চালু হলো  রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ হওয়া পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট। ফলে, আজ থেকে কেন্দ্রটি পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ শুরু করলো।

সোমবার (১লা জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে এটি চালু করা হয়। এর ফলে এ কেন্দ্র থেকে পুরো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো।

গত ২৪ জুন বিকাল ৪টার দিকে রক্ষণাবেক্ষণের জন্য দুটি ইউনিটের মধ্যে একটির (৬৬০ মেগাওয়াট) উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ কেন্দ্রের ইউনিট-১ চালু হওয়ায় দক্ষিণাঞ্চলে লোডশেডিং অনেকটা কমতে পারে। 

সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো জানান, আগামী ৪ জুলাই ইউনিট-১ চালু করার কথা ছিল। তবে দেশের কথা চিন্তা করে কর্মকর্তা ও কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে আজ বিকাল সাড়ে ৪টায় চালু করতে সক্ষম হয়। 

বর্তমানে কেন্দ্র থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি। 

People are also reading