হোম পিছনে ফিরে যান

‘পটু’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

rtvonline.com 2024/5/19

গেল ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায় ‘পটু’ সিনেমাটি। এবার জানা গেল, আসছে ১০ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বৃহস্পতিবার (২ মে) বিকেলে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে পেজে এই ঘোষণাটি দেওয়া হয়।

পরে সেটি পরিচালক ও অভিনয়শিল্পীরা শেয়ার করেন। সেই সূত্র ধরেই গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হয় সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা তরুণ অভিনেতা ইভান সাইরের সঙ্গে।

তিনি বলেন, খুব দুর্গম এলাকা চরখানপুর। সেখানে আমরা টানা ২২ দিন শুটিং করেছি। রাতে থেকেছি তাঁবু টাঙিয়ে। কষ্ট করে পুরো কাজটা করেছি।

ইভান সাইর আরও বলেন, রাজশাহী শহরে সিনেমার শুটিং হয়েছে চার দিন। অল্প কিছু অংশের শুটিং হয়েছে নওগাঁয়। সব মিলিয়ে আমাদের প্রায় ৭০ জনের একটা টিম কাজ করেছি পুরো ছবিটির সঙ্গে।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পটু’ সিনেমাটি পরিচালনা করেছেন সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন। এটি তার নির্মিত প্রথম সিনেমা।

People are also reading