হোম পিছনে ফিরে যান

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

jaijaidinbd.com 5 দিন আগে
ছবি-যায়যায়দিন

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত এই রায় দেন। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকার গৃহবধু পারভিন আক্তারকে হত্যার দায়ে স্বামী জামাল উদ্দীনের মৃত্যুদণ্ড দেন আদালত।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রশিদ জানান, ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে স্ত্রী পারভিন আক্তারকে হত্যার অভিযোগ ৩০২ ধারায় সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি জামাল উদ্দীনকে মৃত্যুদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ জানুয়ারি নগরের বাকলিয়া থানাধীন বাস্তুহারা দ্বিতীয় তলার মসজিদ গলিতে সাদেকা বেগমের ভাড়া বাসায় স্ত্রী পারভিন আক্তারকে স্বামী জামাল উদ্দীন হত্যা করেন। হত্যার পর জামাল স্ত্রী পারভিনকে বাসায় কম্বল প্যাঁচিয়ে খাটে শুইয়ে রাখেন। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ দরজা ভেঙ্গে পারভিনের মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্ত করা হয়।

এ ঘটনায় বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আসামি পক্ষে ১ জন সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দেন।

যাযাদি/ এসএম

People are also reading