হোম পিছনে ফিরে যান

কোটা আন্দোলন : ঢাবির সমাজবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদককে অব্যাহতি

jaijaidinbd.com 2024/10/6
সাধারণ সম্পাদক মোশাররফ

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িত থাকা ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোটা আন্দোলন নিয়ে পোস্ট করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফকে অব্যাহতি দিয়েছেন শিক্ষক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন সমাজবিজ্ঞান ডিবেটিং ক্লাবের মডারেটর এবং মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের আহবায়ক।

আজ ৬ জুলাই শনিবার বিকেলে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীন তাকে এই বহিষ্কারের নির্দেশনা দেন।

মোশাররফ হোসাঈন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র, বঙ্গবন্ধু হল ডিবেটিং ক্লাবের বিগত কমিটির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আপ্যায়ন সম্পাদক।

বহিষ্কারের বিষয়ে সমাজবিজ্ঞান ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন বলেন, আমি কোটা সংস্কার আন্দোলনের সাথে যুক্ত থাকায় আমাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে ৷ এই সংগঠনের মডারেটর ড. আ ক ম জামাল উদ্দিন স্যার একতরফাভাবে কোনো নিয়মের তোয়াক্কা না করে এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আদালত অবমাননার কথা বলে আমার নামে মামলা দেওয়ার হুকমি দিয়েছেন।আমি বহিষ্কারে ভয় পায় না।প্রয়োজনে আইনের আশ্রয় নেব।

মোশাররফের বহিষ্কারের বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ. ক. ম জামালের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।

তবে মোশাররফের বহিষ্কারের বিষয়ে ফেসবুক গ্রুপে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ‘‘যারাই সমাজবিজ্ঞান বিভাগে বিতর্কিত-বিভাজিত কর্মকাণ্ডের সাথে যুক্ত হবেন, তারা কখনই ছাত্র-ছাত্রীদের সার্বজনীন কমিটিসমূহের নেতৃত্বে আসতে পারবেন না। ক্লাস ক্যাপ্টেনসহ এ জাতীয় কোনো ধরনের নেতৃত্বে আসতে পারবেন না।’’

যাযাদি/ এস

People are also reading