হোম পিছনে ফিরে যান

ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হলো নাসা

boishakhionline.com 2024/10/5

প্রকাশিত: ২৯-০৬-২০২৪ ১৬:২৯

আপডেট: ২৯-০৬-২০২৪ ১৬:২৯

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে (আইএসএস) কক্ষপথ থেকে বের করে আনতে ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোন্যাটিকস এন্ড স্পেস অ্যাডমিনিষ্ট্রেশন (নাসা)। স্পেসএক্স ৮৪৩ মিলিয়ন ডলারের চুক্তিতে একটি মহাকাশযান তৈরি করবে। যেটি মহাকাশ স্টেশনটিকে পৃথিবীর বাযুমন্ডলে নিয়ে আসবে।

২০০০ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, কানাডা এবং রাশিয়ার সম্মিলিত প্রচেষ্টায় মহাকাশে স্থাপিত হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। এটির ওজন প্রায় ৪৩০,০০০ কিলোগ্রাম। ২০৩০ সাল পর্যন্ত স্টেশনটি মহাকাশে তার মিশন পরিচালনা করবে। তারপর আইএসএস-এর মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর স্টেশনটি নিরাপদে ধ্বংসের পরিকল্পনা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে নাসা।

নাসার পরিকল্পনা অনুযায়ী, একটি নতুন ধরনের মহাকাশ যান দিয়ে মহাকাশ স্টেশনকে কক্ষপথ থেকে টেনে বের করে আনা হবে। এরপর এটি পৃথিবীর বায়ুমন্ডলে এসে পুড়ে ধ্বংস হয়ে যাবে। তবে কিছু তাপরোধী যন্ত্রাংশ আছে যেগুলো আগুনে পুড়ে না, সেগুলো জনমানবহীন সাগরে ফেলা হবে। 

মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সব দেশের সম্মিলিত প্রচেষ্টার ফসল। বছরের পর বছর ধরে এই স্টেশনে মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করছেন। যা দ্বারা পুরো পৃথিবী উপকৃত হচ্ছে বলে জানিয়েছেন নাসার সহযোগী প্রশাসক বোওয়ারসক্স।

People are also reading