হোম পিছনে ফিরে যান

২০২২-২৩ অর্থবছরের এপিএ পুরস্কার পেল বিআইসিএম

deshkalbd.com 2 দিন আগে

বাংলাদেশ ইন্সটিটিউট অবক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদনচুক্তি (এপিএ)বাস্তবায়নে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাকের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগেরসচিব জনাব মোঃ আবদুর রহমান খান আজ ২৭ জুন ২০২৪ তারিখ বিভাগের সভা কক্ষে আয়োজিত একঅনুষ্ঠানে এপিএ পুরস্কার প্রদান করেন।

  ড. মোহাম্মদ তারেক, নির্বাহী প্রেসিডেন্ট, বিআইসিএম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এরকাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। এসময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতনকর্মকর্তাগণ ও এ বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতনকর্মকর্তাগণ সহ বিআইসিএম এর পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং এপিএ টিম লিডার জনাবনাজমুছ সালেহীন উপস্থিত ছিলেন।

এর আগে আর্থিক প্রতিষ্ঠানবিভাগের সাথে আওতাধীন দপ্তর/সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিআইসিএম এরনির্বাহী প্রেসিডেন্ট উক্ত এপিএ-তে স্ব-স্ব প্রতিষ্ঠানের/বিভাগের পক্ষে স্বাক্ষরকরেন।

People are also reading