হোম পিছনে ফিরে যান

লেবার পার্টির নিরঙ্কুশ জয়, কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী

risingbd.com 3 দিন আগে
লেবার পার্টির নিরঙ্কুশ জয়, কে হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী
স্যার কিয়ার স্টারমার ও তার স্ত্রী। ছবি: স্কাই নিউজ

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। ভোটের মাঠে দলটির এমন সাড়া জাগানো সাফল্যের নায়ক স্যার কিয়ার স্টারমার। তিনিই হতে যাচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী।

Google news

কে এই কিয়ার স্টারমার
কিয়ার স্টারমারের জন্ম লন্ডনে। ৬১ বছর বয়সী স্টারমার রাজনীতিতে আসার আগে ছিলেন মানবাধিকার আইনজীবী। যুক্তরাজ্যের পাবলিক প্রসিকিউশন দপ্তরের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

২০২০ সালের এপ্রিলে লেবার পার্টির নেতা হিসেবে দায়িত্ব নেন স্টারমার। জেরেমি করবিনের স্থলাভিষিক্ত হন তিনি। দায়িত্ব নিয়ে দলকে যুক্তরাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন স্টারমার। কয়েক বছরের মাথায় ভোটের লড়াইয়ে এর সুফল পেলেন তিনি।

সমর্থকদের চোখে স্টারমার একজন বাস্তববাদী মানুষ। ভরসা করার মতো রাজনীতিবিদ। সমালোচকদের অনেকের মতে, স্টারমার চৌকস নন, বরং তিনি অনেকটাই ঝিমিয়ে পড়া একজন রাজনীতিক।

রাজনীতির মাঠে সাড়া ফেলে দেওয়া স্টারমার একজন দক্ষ ফুটবলার। ক্লাব ফুটবলে আর্সেনালের ভক্ত তিনি। ফৌজদারি বিচারপ্রক্রিয়ায় অবদান রাখায় ‘নাইট’ উপাধি পেয়েছেন স্টারমার।

সম্প্রতি সংবাদমাধ্যম দ্য সান আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে স্টারমার বলেন, বাংলাদেশের মতো দেশগুলো থেকে যেসব মানুষ আসছেন, তাদের ফেরত পাঠানো হচ্ছে না। কনজারভেটিভ সরকারের রুয়ান্ডা অভিবাসী প্রত্যাবাসন প্রকল্পের সমালোচনা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

‌‘আমরা পেরেছি’, জয়ের পর স্টারমার
নিরঙ্কুশ জয় পাওয়ার পর প্রতিক্রিয়ায় স্টারমার বলেন, ‘আমরা পেরেছি। এখান থেকেই পরিবর্তনের শুরু।’

বিবিসির কাছে থাকা শেষ খবর অনুযায়ী, লেবার পার্টি পেয়েছে ৩৬৭টি আসন। অপরদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে ৮৫টি আসন। অন্যান্য দল পেয়েছে ৮৪টি আসন। 

প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইতোমধ্যেই পরাজয় মেনে নিয়েছেন। ছবি: বিবিসি

ঋষি সুনাকের পরাজয় স্বীকার
প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইতোমধ্যেই পরাজয় মেনে নিয়ে স্টারমারকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন।নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে পুরোপুরি ঘোষণা শেষ হলে ঋষি সুনাক রাজার কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দেবেন। রাজা স্টারমারকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। এসব সাক্ষাৎ সাধারণত বাকিংহাম প্যালেসে হয়ে থাকে।

আগামী ৯ জুলাই পার্লামেন্টে শপথ নেবেন নবনির্বাচিত আইনপ্রণেতারা। এরপর নির্বাচিত হবেন নতুন স্পিকার। ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হবে পার্লামেন্টের অধিবেশন।

সূত্র: বিবিসি, রয়টার্স, গার্ডিয়ান, স্কাই নিউজ

People are also reading