হোম পিছনে ফিরে যান

নজরুল বিশ্ববিদ্যালয়ে ৪ বিভাগের ব্যবহারিক পরীক্ষা স্থগিত

dainikshiksha.com 2024/10/6
আজ নিশ্চায়ন না করলে বাতিল হবে একাদশে দ্বিতীয় ধাপের ভর্তির আবেদন - dainik shiksha

অনিবার্য কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা ও চারুকলা অনুষদভুক্ত সংগীত বিভাগ, চারুকলা বিভাগ, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (৭ জুলাই) সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয়প্রধানরা এ তথ্য নিশ্চিত করেন। পরীক্ষার নতুন সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচির তালিকা পরিবর্তন করে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়।

ওয়েবসাইটে উল্লেখ করা হয়, অনিবার্য কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষার নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

এ বছর চারুকলা বিভাগে ৪০, সংগীত বিভাগে ৫৫, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে ২৫ এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ২৫টি আসনে শিক্ষার্থী ভর্তি নেবে নজরুল বিশ্ববিদ্যালয়। আগামী ৯ জুলাই থেকে বিভাগ সমূহের ব্যবহারিক পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিল। চারটি বিভাগের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৩৮২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

People are also reading