হোম পিছনে ফিরে যান

কুড়িগ্রামে বন্যার পানি আরও বেড়েছে, ২০ স্থানে ভাঙন, দুর্ভোগে তিন লক্ষাধিক মানুষ

prothomalo.com 2024/10/6

অবিরাম বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার প্রধান নদ-নদীগুলোর মধ্যে ব্রহ্মপুত্র নদের পর এবার ধরলা ও দুধকুমার নদের পানিও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন দেখা দিয়েছে ২০টি স্থানে। লোকালয় প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন তিন লক্ষাধিক মানুষ।

আজ শনিবার সকালে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের তথ্য মতে, জেলার তিস্তা, হলহলিয়া, জিঞ্জিরাম, কালজানী, সংকোশসহ ১৬টি নদ-নদীর পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বন্যায় জেলার ৯টি উপজেলার ৩০টি ইউনিয়নের ৩ শতাধিক গ্রামের ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গতকাল শুক্রবার পাঁচটি উপজেলার ১৪টি ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী ছিলেন।

আজ শনিবার সকাল ৯টায় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, জেলার প্রধান নদ-নদীগুলোর মধ্যে ধরলা নদীর পানি কুড়িগ্রাম সদর পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৭২ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ৬৮ সেন্টিমিটার ও হাতিয়া পয়েন্টে ৭১ সেন্টিমিটার, দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

People are also reading