হোম পিছনে ফিরে যান

নিজেকে নিরপেক্ষ রাখার ঘোষণা দিলেন নূর মোহাম্মদ এমপি

u71news 2024/5/19
নিজেকে নিরপেক্ষ রাখার ঘোষণা দিলেন নূর মোহাম্মদ এমপি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নিরপেক্ষ থাকার ঘোষণা দিয়েছেন জামালপুর-১ (দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ) আসনের এমপি নূর মোহাম্মদ।

রবিবার (৫ মে) সন্ধ্যায় জাতীয় সংসদের লগোযুক্ত প্যাডে এমপি নূর মোহাম্মদ স্বাক্ষরিত ওই ঘোষণাপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সম্প্রতি নিজের নির্বাচনী এলাকায় এক মতবিনিময় সভায় এমপি নূর মোহাম্মদ দলীয় প্রার্থীকে বিজয় করতে দেশের যেখানেই তিনি থাকেন না কেনো, সেখান থেকেই ভোট চাওয়ার ঘোষণা দিয়ে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিলেন।

সহোদর ছোট ভাই এবং একাধিক নিজ দলীয় নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় এবার তিনি নিরপেক্ষ থাকার ঘোষণা দিলেন।

ওই ঘোষণাপত্রে জামালপুর-১ আসনের এমপি নূর মোহাম্মদ লিখেছেন, আমি নূর মোহাম্মদ দ্বাদশ জাতীয় সংসদ সদস্য ১৩৮, জামালপুর-১, এই মর্মে ঘোষণা করিতেছি যে, আসন্ন দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি সম্পূর্ণভাবে নিরপেক্ষ এবং আমার পক্ষে কোন ব্যক্তি প্রতিনিধি নেই।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মাঠে বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে এমপি নূর মোহাম্মদ বলেছিলেন, 'যদি আপনারা সিঙ্গেল (একক প্রার্থী) হন, তারপরেও কিন্তু আমি আমার প্রার্থীকে জিতানির জন্য আমি আমার ভোট চামু।’

নির্বাচনী আচরণবিধির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের এই সংসদ সদস্য বলেন, ‘যেহেতু এখানে আমার আসার নিয়ম নাই। আমি যেখানে থাকি, জামালপুর থাকি, ঢাকায় থাকি, ইন্ডিয়া যাইয়ে থাকি। সব জায়গায় তো ফোনের যোগাযোগ আছে। সবার কাছেই ফোন আছে। ফোনে আমার প্রার্থীকে জিতানোর চেষ্টা করব। যেহেতু এখানে এসে ওপেনলি নির্বাচন করতে পারব না। আমি যেই জায়গায় থাকি, ওই জায়গা থেকে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থীকে জিতানোর জন্য চেষ্টা করব।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ মে বকশীগঞ্জ উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে এক লাখ ৮২ হাজার ৮১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এমপি নূর মোহাম্মদের ছোটো ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও নীলাখায়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগকারী নজরুল ইসলাম সাত্তার, বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম এবং সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ফরিং। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন আওয়ামী লীগ
নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঘোষণাপত্রের বিষয়ে জামালপুর জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ও এমপি নূর মোহাম্মদ বলেন, 'প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই আমার কাছে শেষ কথা। সেকারণেই বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমার অবস্থান একেবারে পরিষ্কার। আমি কারো পক্ষে নই। নির্বাচনে আমার নাম ভাঙ্গিয়ে কেউ যদি প্রভাব বিস্তার বা কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করার চেষ্টা করে, এসবের দায়ভার ঘটনার সঙ্গে জড়িতদেরই নিতে হবে। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তিনিই হবেন জনপ্রতিনিধি। কেউ আমার সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।'

(আরআর/এএস/মে ০৬, ২০২৪)

People are also reading