হোম পিছনে ফিরে যান

মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক

banglatribune.com 2024/5/11
উপনির্বাচনের ফরম সংগ্রহ করেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
© 2024 Bangla Tribune Online Media

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক। শনিবার (২৭ এপ্রিল) সকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেন।

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই গত ১৬ মার্চ মৃত্যুবরণ করায় এই আসনটি শূন্য হয়।

মোস্তাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হয়েই মাস্টার দ্য সূর্যসেন হলে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হন।

তিনি মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকে স্কুল ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার মধ্যদিয়ে ছাত্ররাজনীতি শুরু করেন। এর ধারাবাহিকতায় ঝিনাইদাহ কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির দায়িত্ব পালন করে আসছেন টানা তিন বার।

নিজ এলাকা শৈলকুপার মানুষের টানে ঝিনাইদহে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে যান তিনি। এরপর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্যও হন।

দেশে করোনাভাইরাসের মহামারি শুরু হওয়ার পর থেকে শৈলকুপায় প্রত্যেকটি ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টি, খাদ্যসামগ্রী বিতরণ, করোনাভাইরাস প্রতিরোধক বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

এবার ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন শূন্য হওয়ার পর নিজ এলাকার মানুষের জন্য বৃহৎ পরিসরে কাজ করতে মনোনয়ন চান মোস্তাফিজুর রহমান মোস্তাক।

মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে মনোনয়ন প্রত্যাশা করি। তিনি নির্বাচন করার সুযোগ দিলে নৌকাকে বিজয়ী করে শৈলকুপার জনমানুষের জন্য কাজ করবো। আমার রাজনৈতিক জীবনের কর্ম তৎপরতা ও আওয়ামী লীগের প্রতি আমার পরিবারের অকৃতিম ভালোবাসা ও ত্যাগের কথা বিবেচনা করে স্মার্ট শৈলকুপা গড়তে এবং জনসাধারণে জন্য কাজ করে যাবো।

People are also reading