হোম পিছনে ফিরে যান

বাবা-মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন গার্মেন্টস কর্মী

dainikpurbokone.net 2024/5/18

বাবা-মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বাসিন্দা পোশাক শ্রমিক হজরত আলী (২২)। শুক্রবার (৩ মে) বিকেল ৩টার দিকে নিজ বাড়ি থেকে হেলিকপ্টারে চড়ে পাঁচ কিলোমিটার দূরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর (পূর্বপাড়া) গ্রামে কনে রেফা মনির (১৮) বাড়িতে পৌঁছে বরযাত্রী। রেফা মনি একই গ্রামের এনামুল হক ও শেফালি বেগম দস্পতির মেয়ে।  

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বউ নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফেরেন হজরত আলী। এ সময় বর ও কনের বাড়িতে হেলিকপ্টার দেখতে উৎসুক জনতার ভিড় জমে।

স্থানীয়রা জানান, বর হজরত আলী ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। রফিকুল ও সালমা দম্পতির একমাত্র ছেলে তিনি। ছেলে জন্মের পর থেকে তাদের ইচ্ছে ছিল ছেলেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করাবেন।  যৌতুকবিহীন এই বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানালেন এই দম্পতি।      

এ বিষয়ে বরের বাবা রফিকুল ও মা সালমা জানান, ছেলেকে হেলিকপ্টার যোগে বিয়ে করানোয় স্বপ্ন ছিল। আজ সেই ইচ্ছে পূরণ হলো, আলহামদুলিল্লাহ।

পূর্বকোণ/আরআর/পারভেজ 

People are also reading