হোম পিছনে ফিরে যান

বিএনপির আরও ৩ নেতা বহিষ্কার

desh.tv 2024/5/14
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া আরও তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

রোববার (২৮ এপ্রিল) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে একই কারণে ৭৩ জনকে বহিষ্কার করে বিএনপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যেসব নেতা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- মহয়মনসিংহের হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদ। তিনি হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য ছিলেন। এ ছাড়া শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার ২নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা। চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মংসুইউ চৌধুরী। তিনি কাউখালী উপজেলা বিএনপির উপদেষ্টা ছিলেন।

কে

People are also reading