হোম পিছনে ফিরে যান

কর্মকর্তাদের দুর্নীতির খবরের জন্য ধন্যবাদ দিলেন মন্ত্রিপরিষদ সচিব

dainikshiksha.com 5 দিন আগে
‘দুই বিষয়ে ফেল করেও কলেজে ভর্তির’ প্রস্তাব চূড়ান্ত অনুমোদন - dainik shiksha

সরকারি কর্মকর্তাদের দুর্নীতি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। একইসঙ্গে দুর্নীতির খবরের জন্য গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী দুর্নীতি প্রসঙ্গে বলেছেন, দুর্নীতি কয়েকজন হাতে গোনা কর্মকর্তা করে, সবাই করে না। সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য করে না। কোন জায়গায় দুর্নীতি প্রমাণ হয়েছে, কিন্তু ছেড়ে দেয়া হয়েছে এর কোন ঘটনা দেখাতে পারলে ব্যবস্থা নেয়া হবে। 

সম্প্রতি পুলিশ, রাজস্ব কর্মকর্তাসহ সরকারের উচ্চপদস্থ বেশি কিছু কর্মকর্তার দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে। এসব খর প্রকাশ হওয়ার দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, সম্পদি জব্দসহ অনুসন্ধান শুরু করেছে। বিদেশযাত্রা নিষেধাজ্ঞাও এসেছে কিছু কর্মকর্তার বিরুদ্ধে। জাতীয় সংসদে এ নিয়ে আলোচনাও করেছেন সরকারি, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যরা।

মাহবুব হোসেন বলেন, অপরাধে জড়িত কেউ ছাড় পাবে না। যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে যেসব সংবাদ বের হচ্ছে তা নিয়ে ধন্যবাদ জানাচ্ছি তাদের। তবে এর বাইরেও অনেক কর্মকর্তাকে দুর্নীতির জন্য সাজা পেতে হয়, সেটা গণমাধ্যমে আমরা দেই না। তাই সবাই জানে না এর বিষয়ে।

তিনি এসময় আরও জানান, সরকারি প্রকল্প খরচ করে সরকারি কর্মকর্তাদের বিদেশ যাওয়া শতকরা ৯০ ভাগ বন্ধ হয়েছে।

এসময় সচিব বলেন, সবাইকে যত্ন, নজরদারি ও স্বচ্ছতার সাথে বাজেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ।

People are also reading