হোম পিছনে ফিরে যান

চাঁদের কিছু ‘বিরল শিলা’ নিয়ে ফিরেছে চীনের মহাকাশযান

channelionline.com 2024/7/3

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চীনের অনুসন্ধানী মহাকাশযান চাঁদের কিছু বিরল শিলাসহ পৃথিবীতে ফিরে এসেছে। মঙ্গলবার ২৫ জুন দীর্ঘ ২ মাস চাঁদে অভিযানের পর অভ্যন্তরীণ মঙ্গোলিয়া মরুভূমিতে চাং’ই-৬ চীনা মহাকাশযানটি অবতরণ করে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞানীরা অধীর আগ্রহে চাং’ই-৬ মহাকাশযানটির জন্য অপেক্ষা করছিলেন। কারণ মহাকাশযানটি চাঁদ থেকে যে বিরল শিলার নমুনা নিয়ে এসেছে, সেটার বিষয়ে জানতে আগ্রহী সারাবিশ্ব।

এখন পর্যন্ত চীন একমাত্র দেশ যারা চাঁদের বিরল শিলা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। বিজ্ঞানীদের মতে, চাঁদ থেকে যে শিলা পৃথিবীতে এসেছে সেখানে বরফের চিহ্ন থাকতে পারে। অর্থাৎ শিলাগুলতে পানি, অক্সিজেন এবং হাইড্রোজেনের উপস্থিতি আশা করছেন বিজ্ঞানীরা।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চাং’ই-৬ মহাকাশযানের চাঁদে অভিযানের সাফল্যে অভিযান জানিয়ে বলেছেন, আমরা আশা করি এই সাফল্যের মধ্য দিয়ে আমরা মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনে মধ্য দিয়ে মানবতার উপকার করতে এবং জাতিকে এগিয়ে নিতে নতুন উচ্চতায় পৌঁছাতে পারবো।

চীনের মহাকাশ গবেষণা সংস্থা চীনা ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) জানায়, মূল্যবান উপহার নিয়ে ২৫ জুন পৃথিবীতে ফিরে এসেছে চ্যাংই–৬। মঙ্গোলিয়া থেকে বিশেষ ব্যবস্থায় বিমানে করে সেগুলো বেইজিংয়ে নিয়ে আসা হচ্ছে।

এর আগে চীন ২০১৯ সালে দেশটির নভোযান চ্যাং’ই ৫ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করলেও তা সফল হয়নি। চীনের হাইনান প্রদেশের উৎক্ষেপণ কেন্দ্র থেকে গত ৩ মে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করে চ্যাং’ই ৬।

ঠিক এক মাস পর নির্দিষ্ট স্থানে অবতরণ করে চীনা মহাকাশযানটি। এরপর গত ৪ জুন মঙ্গলবার বেইজিং সময় ৭টা ৩৮ মিনিটে নভোযানটি ফের পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়।

People are also reading