হোম পিছনে ফিরে যান

বাংলাদেশে আজকের সোনার দাম

dailyjanakantha.com 2024/5/19
বাংলাদেশে আজকের সোনার দাম
প্রতিনিয়ত বাড়ার পর কমছে সোনার দাম। 

বাংলাদেশের বাজারে প্রতিনিয়ত বাড়ছে সোনার দাম। আর এই দাম প্রায় সোয়া এক লাখ টাকা ছাড়িয়েছে। তবে আশার কথা হলো বাংলাদেশে পাঁচদিন ধরে একটানা কমানো হচ্ছে সোনার দাম। ফলে কিছুটা স্বস্তি ফিরছে সাধারণ ক্রেতাদের মাঝে। চলুন জেনে নেওয়া যাক রবিবার (২৮ এপিল) দেশের বাজারে সোনার দাম। 

দেশের বাজারে চলতি মাসের ৮ এপ্রিল সোনার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এরপর কয়েক দফায় দুদিন পর পর বাড়ানো হয় সোনার দাম। আর তা নিয়ে সামাজিক মাধ্যমসহ গণমাধ্যমেও যেন প্রতিক্রিয়া আসতে থাকে। 

এদিকে, পাঁচদিন ধরে দেশের বাজারে একটা কমানো হচ্ছে সোনার দাম। আজ রবিবারও (২৮ এপিল) সোনার দাম কমিয়েছে বাজুস। আজ সোনার ভরিতে কমেছে ৩১৫ টাকা। নতুন দাম অনুযায়ী এখন প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা। এ নিয়ে গত ১১ দিনের ব্যবধানে দেশের বাজারে ৮ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস।

আজকের সোনার দাম কত-

১. ১৮ ক্যারেট এক ভরি সোনার দাম ৯২ হাজার ৪০২ টাকা (বর্তমান)।

২. ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লাখ ৭ হাজার ৭৯৮ টাকা (বর্তমান)। 

৩. ২২ ক্যারেট এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা (বর্তমান)। 

৪. ২৪ ক্যারেট এক ভরি সোনার দাম ১ লাখ ১৭ হাজার ৫৯৬ টাকা (বর্তমান)। 

৫. সনাতন পদ্ধতিতে ১ ভরি সোনার দাম ৭৬ হাজার ৮৪২ টাকা (বর্তমান)। 

People are also reading