হোম পিছনে ফিরে যান

গোপায়ায় জনতার গণ পিঠুনিতে ১ চোর নিহত

habiganj-samachar.com 3 দিন আগে
স্টাফ রিপোর্টার \

হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামে নাসিম শেখ নামে এক চোরকে পিঠিয়ে হত্যা করেছে জনতা। গতকাল মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত চোর গোপালগঞ্জ জেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গতকাল রাত সাড়ে ৩ টায় গোপায়া গ্রামের মোঃ সাজিদ মিয়ার বাড়িতে হানা দেয় নাসিম শেখসহ ৩/৪ জন চোর। এ সময় চোরেরা দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। চোরেরা একটি এন্ডুয়েড মোবাইল চুরি করে। বিষয়টি আঁচ করতে পেরে সাজিদ মিয়ার স্ত্রী ও কন্যা চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় জনতা দৌড়িয়ে নাসিমকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে জনতা নাসিমকে উত্যম মধ্যম দিলে সকালে তার মৃত্যু হয়। পরে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নান বলেন, ‘আমি শুনেছি চুরি করতে গেলে জনতা তাকে আটক করে উত্যম-মধ্যম দেয়। এতে তার মৃত্যু হয়েছে’।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা ও পিবিআই পুলিশের মাধ্যমে তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করা হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে’।

People are also reading