হোম পিছনে ফিরে যান

সৌদি আরবের মদিনায় বন্যা, রেড অ্যালার্ট জারি

channelionline.com 2024/5/17

সৌদি আরবের মদিনায় ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগের কারণে মদিনায় রেড এলার্ট জারি করা হয়েছে।

সংবাদ মাধ্যম দ্যা নিউ আরব জানিয়েছে, সৌদি আরবের মদিনার আল ইস নামক স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ভারি বৃষ্টিপাত এবং বন্যার কারণে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ রেড অ্যালার্ট দ্বারা জারি করে রাস্তা-ঘাটে চলাচল এবং স্কুল বন্ধ ঘোষণা করেছে।

মদিনায় অবস্থিত মসজিদে নববীতে বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে, মসজিদটির ছাউনি বেয়ে পানি সজোরে পড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা।

এছাড়াও মদিনার বিভিন্ন সড়কে গাড়িগুলো ডুবে যায়, অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে সহায়তায় জরুরি সেবার কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছে।

মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর বৃষ্টির সময় উপত্যকা এবং জলাধার এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। এছাড়া কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে।

People are also reading