হোম পিছনে ফিরে যান

KKR vs DC: অবশেষে ফর্মে ফিরল কেকেআরের বোলিং অ্যাটাক, দিল্লিকে আটকে রাখল ১৫৩ রানে

news18.com 2024/5/16
KKR vs DC: অবশেষে ফর্মে ফিরল কেকেআরের বোলিং অ্যাটাক, দিল্লিকে আটকে রাখল ১৫৩ রানে

কলকাতা: সানরাইজার্স ম্যাচের বোলিং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘুড়ে দাঁড়াল কেকেআরের বোলিং লাইন। এবারের প্রতিযোগিতায় ব বোলিংয়ে সেরা পারফরম্যান্সটা ঘরের মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের বিরুদ্ধে করল নাইটরা। বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের স্পিনের ভেলকি, বৈভব অরোরা ও হর্ষিত রানাদের নিয়ন্ত্রিত পেস অ্যাটাকে ভর করে দিল্লিকে ১৫৩ রানে আটকে রাখে কেকেআর।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। কিন্তু যে দল আগের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ২৫৭ রান করেছিল, তাদের এদিন একেবারেই ছন্দে পাওয়া যায়নি। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দিল্লি। পৃথ্বি শ, ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, সাই হোপ, ট্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেলরা কেউই এদিন বড় রান পাননি।

সেভাবে এদিন কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। মাঝে ঋষভ পন্থ ২৭ ও কুলদীপ যাদবের ৩৫ রানের ইনিংস না খেললে লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত দিল্লি ক্য়াপিটালসকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান করে দিল্লি ক্যাপিটালস। কেকেআরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বরুণ চক্রবর্তী। এছাড়া ২টি করে উইকেট নেন বৈভব অরোরা ও হর্ষিত রানা। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও সুনীল নারিন।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

People are also reading