হোম পিছনে ফিরে যান

সাদুল্লাপুরে প্রতারক চক্র জনতার হাতে আটক

rcn24bd.com 3 দিন আগে
সাদুল্লাপুরে প্রতারক চক্র জনতার হাতে আটক
Copyright © 2024 Rangpur Crime News. All rights reserved. Latest & breaking news of home and abroad, entertainment, lifestyle, Crime reports, politics, education, health, sports, columns and features are included in it. Theme: ExtendedNews By Themeinwp. Powered by WordPress.

Read Time:3 Minute, 39 Second

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় একনারীসহ ৫ ডলার প্রতারকচক্রের সদস্যকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করেছে। এই সময় কৌশলে আরো ২ জন প্রতারক পালিয়ে যায়।

গতকাল সোমবার (১ জুলাই) উপজেলার ইদিলপুর ইউনিয়নের গোবিন্দরায় দেবত্তর (বাগজানা) গ্রামে এই ঘটনাটি ঘটে। এ নিয়ে গোটা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতে থাকে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলামের বাড়িতে পূর্বপরিকল্পিতভাবে ডলার প্রতারক দল ওত পেতে থাকে। সেখানে মোঃ হাফিজুর রহমান বাচ্চু মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে ডেকে নেয়। এরপর প্রতারকচক্র তার কাছ থেকে জোর করে ১০ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।

এই সময় মোঃ বাচ্চু মিয়ার চিৎকার ও ধস্তাধস্তির একপর্যায়ে আশেপাশের লোকজন ঘটনাস্থানে এসে রেজিয়া নামের এক মহিলাসহ ৫ প্রতারককে আটক করে।এরই মধ্যে অপর দুই প্রতারক ছিনতাইকৃত টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সান্তলা গ্রামের মৃত জামালের স্ত্রী মোছাঃ রেজিয়া বেওয়া (৬০) একই গ্রামের মৃত্যু বছির উদ্দিনের ছেলে সাইদ (৪০) টিয়াগাছা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ওলিউল হাসান (৫৫) ফরিদপুর ইউনিয়নের মধ্য ফরিদপুর (নাগরিবাশ) গ্রামের মৃত শুটকু মিয়ার ছেলে তোজা (৫০) এবং জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত সান্টু চৌধুরীর ছেলে শাহাদাৎ চৌধুরী (৫০)।

প্রতারণার শিকার মোঃ বাচ্চু মিয়া বগুড়া সারিয়াকান্দি উপজেলার নকদুয়ার গ্রামের মৃত জেমস মিয়ার ছেলে। তিনি হামিন গ্রুপে চাকরি করেন। খবর পেয়ে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থানে গিয়ে জনতার কবল থেকে আটককৃত উদ্ধারের চেষ্টা করে। কিন্তু উত্তেজিত জনতার তোপের মুখে তাদের উদ্ধার করতে পারেনি। পরে সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) রাজু কামালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থানে গিয়ে উত্তেজিত জনতার রোষানল থেকে প্রতারকদের আটক করে থানায় নিয়ে যায়। এই সময় উত্তেজিত জনতা আটক প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজু কামাল জানান, এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা রুজু করেছে। পরে মামলাসূত্রে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

People are also reading