হোম পিছনে ফিরে যান

ভেসে যাচ্ছিল নৌকা, ৯৯৯ এ ফোন করে মেঘনা থেকে উদ্ধার ৭ ছাত্র

channelionline.com 2024/7/8

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাত বন্ধু চাঁদপুরের বড় স্টেশন ঘাট থেকে নৌকায় মেঘনা নদীতে ঘুরতে গিয়েছিলেন। কিছুদূর যাওয়ার পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর নদীর স্রোতে ভেসে চাঁদপুরের মেঘনা নদীর বহরিয়া নামক স্থানে চলে আসে তাদের নৌকা। ঢেউয়ের তোড়ে বিকল নৌকা তখন নদীতে নিয়ন্ত্রণহীনভাবে ভাসছিল। পরে ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধার হন তারা। 

২৯ জুন শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় চাঁদপুর মেঘনা নদী থেকে জুয়েল রানা নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নাম্বারে ফোন করে তাদের উদ্ধারে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ এর কলটেকার কনস্টেবল আল-ইমরান । কনস্টেবল ইমরান কলারকে আশ্বস্ত করে শান্ত হতে বলেন এবং চাঁদপুর নৌ-পুলিশ থানাকে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। উদ্ধার সংশিষ্ট নৌ-পুলিশ টিম ও কলারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই মো. মান্নান।

সংবাদ পেয়ে চাঁদপুর নৌ-পুলিশ থানার একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে আটকে পড়া সাত ছাত্রকে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে।

ট্যাগ: ৯৯৯নৌকা

People are also reading