হোম পিছনে ফিরে যান

রাজউক পরিচালক ও স্ত্রীর বিরুদ্ধে মামলা

boishakhionline.com 2 দিন আগে

প্রকাশিত: ০৩-০৭-২০২৪ ১২:৫৩

আপডেট: ০৩-০৭-২০২৪ ১২:৫৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৩ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম গনমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, মোবারক হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে ৪১ লাখ ৪৬ হাজার টাকার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। সে জন্য তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

অন্যদিকে তার স্ত্রী সাহানা পারভীন পেশায় একজন গৃহিণী হলেও তার নামে এক কোটি ৫৮ লাখ টাকার আয়-বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ রয়েছে। 

দুদকের তথ্য অনুযায়ী, স্বামীর অবৈধভাবে অর্জিত লাভের টাকায় ওই সম্পত্তি গড়া হয়েছে। এ মামলায় সাহানা পারভীনকে প্রধান আসামি এবং রাজউক কর্মকর্তা মোবারক হোসেনকে দ্বিতীয় আসামি করা হয়েছে।

People are also reading