হোম পিছনে ফিরে যান

তৃতীয় প্রান্তিকে মনোস্পুল পেপারের আয় বেড়েছে

sharebazarnews.com 2 দিন আগে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিমিটেডের ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই ২৩-মার্চ ২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩২ পয়সা। এই হিসেবে কোম্পানিটির আয় বেড়েছে।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪২ টাকা ২১ পয়সা। আগের বছর ছিল ১৪ টাকা ৩৬ পয়সা।

এছাড়া ক্যাশ ফ্লো করেছে ১ টাকা ৪৩ পয়সা। যা আগের বছর ৫ টাকা ৯৪ পয়সা নেগেটিভ ছিল।

People are also reading