হোম পিছনে ফিরে যান

ইসরায়েলে ২ শতাধিক রকেট ও ড্রোন দিয়ে হামলা চালালো হিজবুল্লাহ

banglatribune.com 2024/10/6

ইসরায়েলের সামরিক স্থাপনায় ২০০ টিরও বেশি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৪ জুলাই) এই হামলা চালানো হয়েছে দাবি করেছে গোষ্ঠীটি। বুধবার দক্ষিণ লেবাননে শীর্ষ কমান্ডার হত্যার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহর দাবি পর্যালোচনা করা হচ্ছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবারের এই হামলার আগে বুধবারও হিজবুল্লাহ দুই দফা হামলা চালায়। গোষ্ঠীটি বলেছে, তাদের কমান্ডার মোহাম্মদ নাসেরের ‘হত্যার’ জবাবে এই হামলা করা হয়েছে। বুধবার ইসরায়েলের গোলান এলাকার একটি সামরিক ঘাঁটিতে ১০০ টি কাতিউশা রকেট ও কিরিয়াত শিমোনা শহরের আরেকটি ঘাঁটিতে ইরানি তৈরি ফালাক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিহত কমান্ডার নাসের দক্ষিণ লেবাননের টায়ার শহরের কাছে একটি বিমান হামলায় নিহত হন। তিনি হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ছিলেন।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। লেবাননে নিয়মিত পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি পাল্টাপাল্টি হামলা ও সংঘাত বৃদ্ধির ঘটনায় বৃহত্তর যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

রয়টার্সের পরিসংখ্যান অনুসারে, লেবাননে ইসরায়েলি হামলায় তিন শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা ও ৮৭ জন বেসামরিক নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় তাদের ১৮ সেনা ও ১০ বেসামরিক নিহত হয়েছেন।

People are also reading