হোম পিছনে ফিরে যান

ঘরে ঝুলছিল অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ Edit

protidinersangbad.com 2 দিন আগে

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইয়াদ আলী (৭২) নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কামারখন্দ গ্রামের হাটখোলা এলাকায় বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। এদিকে পরিবারের দাবি আত্মহত্যা করেন তিনি।

ওই পুলিশ কনস্টেবল রাজশাহীর পবা উপজেলার বাসিন্দা। তিনি কামারখন্দ থানায় চাকরির সুবাদে কহিনুর বেগম নামের নারীকে বিয়ে করেন এবং কামারখন্দ হাটখোলায় নিজস্ব বাড়ি করে থাকতে শুরু করেন। পরে ২০০৮ সালে পুলিশের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন।

কনস্টেবল ইয়াদ আলীর বড় ছেলে ওমর ফারুক বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থতা ও শারীরিক পীড়া সহ্য করতে না পেরে এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তার বাবা। রবিবার সকালে ঘরে কেউ না থাকায় তার বাবা ধর্ণার সঙ্গে ওড়না পেচিয়ে আত্নহত্যা করেন বলে দাবি করেন তিনি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

People are also reading