হোম পিছনে ফিরে যান

গাজায় যুদ্ধবিরতি ও যুদ্ধ নিয়ে ভাবনা জানালেন নেতানিয়াহু

prothomalo.com 6 দিন আগে

ইসরায়েল ও হিজবুল্লাহর সর্বাত্মক যুদ্ধ কি আসন্ন

তেল আবিবের রাজপথে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

গাজায় যুদ্ধের তীব্রতা কমানোর কথা বললেও ইসরায়েল এখন নতুন করে আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই উত্তরের লেবানন সীমান্তে দেশটির আধা সামরিক বাহিনী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের  পাল্টাপাল্টি হামলা চলেছে। উভয় পক্ষের কথার লড়াইয়ে ওই সীমান্ত সংঘাত এখন সর্বাত্মক যুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়েছে।

এ বিষয়ে নেতানিয়াহু বলেন, ‘আত্মরক্ষার খাতিরে’ শিগগিরই তিনি উত্তর সীমান্তে বেশি সেনা মোতায়েন করবেন। আত্মরক্ষা ও উদ্বাস্তুদের ফেরাতে এমনটি করা হবে বলেন তিনি।

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের কারণে ইসরায়েলের উত্তর ও লেবাননের দক্ষিণাঞ্চল থেকে হাজার হাজার মানুষ প্রাণ বাঁচাতে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।

People are also reading