হোম পিছনে ফিরে যান

Rahul Gandhi | রাহুলের ‘হিন্দু’ মন্তব্যে উত্তাল লোকসভা, উঠল ক্ষমা চাওয়ার দাবি

uttarbangasambad.com 4 দিন আগে

নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির ‘হিন্দু’ মন্তব্য ঘিরে সোমবার শোরগোল পড়ল সংসদে। এদিন বিরোধী দলনেতা হিসেবে প্রথমবার বক্তব্য রাখেন রাগা। শাসক জোটের সাংসদদের উদ্দেশে তিনি বলেন, ‘যাঁরা নিজেদের হিন্দু বলে দাবি করেন, তাঁরা কেবল হিংসা, ঘৃণা এবং অসত্য কথা বলেন।’ এতেই হট্টগোল শুরু হয়। ট্রেজারি বেঞ্চ থেকে বিজেপি সাংসদরা রাহুলের ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

সোমবার শিবের ছবি হাতে নিয়ে বক্তব্য শুরু করেন রাহুল। তিনি দাবি করেন, শিবের ছবিতে অহিংসার বার্তা রয়েছে। বলেন, ‘আপনি যদি প্রভু শিবের ছবি দেখেন, তবে বুঝবেন হিন্দুরা কখনও ভয়, হিংসা ছড়াতে পারে না।’ শিবের অভয়মুদ্রার সঙ্গে কংগ্রেসের নির্বাচনি প্রতীক হাতেরও যোগসূত্র টানেন রাহুল। এরপরই তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘যাঁরা নিজেদের হিন্দু বলে দাবি করেন, তাঁরা ২৪ ঘণ্টা হিংসা আর ঘৃণার কথা বলেন।’

রাহুলের এই মন্তব্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উঠে দাঁড়িয়ে বলেন, ‘গম্ভীর বিষয়। পুরো হিন্দু সমাজকে হিংসাত্মক বলা উচিত নয়।’ একথা শুনে বিরোধী দলনেতা বলেন, ‘বিজেপি আর আরএসএস মানেই দেশের পুরো হিন্দু সমাজ নয়।’ রাহুলের মন্তব্য নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাও। তিনি বলেন, ‘উনি (রাহুল গান্ধি) জানেন না। কোটি কোটি মানুষ গর্বের সঙ্গে নিজেদের হিন্দু বলেন। তাঁরা সবাই হিংসাত্মক? হিংসার কথা কোনও ধর্মের সঙ্গে জুড়ে দিলেন কীভাবে। ওঁর অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত।’

People are also reading