হোম পিছনে ফিরে যান

Army Staff | দেশের সামরিক ইতিহাসে প্রথম, সেনা-নৌবাহিনীর প্রধান পদে দুই সহপাঠী

uttarbangasambad.com 2 দিন আগে

নয়াদিল্লি: সেনাবাহিনীর ৩০ তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে অবসর নেওয়ার পরে রবিবার দ্বিবেদী দায়িত্ব নিয়েছেন। চিন ও পাকিস্তান সীমান্তে কাজের বিশাল অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি এর আগে সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব সামলেছেন। গত ১৯ ফেব্রুয়ারি ভাইস চিফ হিসেবে দায়িত্ব নেওয়ার আগে জেনারেল দ্বিবেদী ২০২২-২০২৪ সাল পর্যন্ত নর্দান কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ ছিলেন।

অন্যদিকে, বর্তমানে ভারতীয় নৌবাহিনীর প্রধানের দায়িত্বে রয়েছেন অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী। যেটা মজার বিষয়, দ্বিবেদী ও ত্রিপাঠি দুজনেই সহপাঠী। তাঁরা মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুলে একসঙ্গে পড়াশোনা করতেন। ১৯৭০-এর গোড়ার দিকে এই দুই অফিসার পঞ্চম-এ-তে একসঙ্গে ছিলেন। তাঁদের রোল নম্বর ছিল যথাক্রমে ৯৩১ এবং ৯৩৮। দুই সহপাঠীই এবার দেশের দুই বাহিনীকে নেতৃত্ব দেবেন। যা ভারতীয় সামরিক বাহিনীর ইতিহাসে প্রথম।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ভারতভূষণ বাবু মন্তব্য করেছেন, ‘নৌবাহিনী এবং সেনাবাহিনীর প্রধান মধ্যপ্রদেশের রেওয়ার সৈনিক স্কুলে পড়াশোনা করেছেন। আজ ৫০ বছর পর দুই সহপাঠী নিজ নিজ বাহিনীকে নেতৃত্ব দেবেন। ভারতীয় সামরিক ইতিহাসে যা প্রথম।’ অ্যাডমিরাল ত্রিপাঠী ১ মে ভারতীয় নৌবাহিনীর দায়িত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী রবিবার সেনাপ্রধানের দায়িত্ব নিলেন। দুই সহপাঠীর বোঝাপড়ায় দুই বাহিনীর সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

People are also reading