হোম পিছনে ফিরে যান

মঙ্গলবার থেকে কাজ শুরু করবে তদন্ত কমিটি

risingbd.com 2024/10/6
মঙ্গলবার থেকে কাজ শুরু করবে তদন্ত কমিটি
নিহতের স্বজনদের আহাজারি

বগুড়ায় রথযাত্রায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি আগামীকাল মঙ্গলবার থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সোমবার (৮ জুলাই) দুপুরে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

Google news

জেলা প্রশাসক বলেন, ‘তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হয়তো আজই কমিটি তাদের কার্যক্রম শুরু করত। কিন্তু কারাগার থেকে চার কয়েদি পালানোর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত দল এসেছে। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইমরুল কায়েস তাদের গাইড করছেন। রথযাত্রার দুর্ঘটনায় এবং কারাগার থেকে কয়েদি পালানোর ঘটনায় জেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান যেহেতু এডিএম। তার কারাগারেও তদন্ত রয়েছে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা আয়োজক কমিটির অব্যবস্থাপনা পেয়েছি। গম্বুজের যে চূড় তারা করেছে, ওটা তারা নিচে নামাতে পারত। এটা উঠানো এবং নামানোর জন্য একজনের দায়িত্বে থাকার কথা। তারা এটা যথাযথভাবে করতে পারেনি। তারপরও কমিটি তদন্তের পর প্রতিবেদন দিলে প্রকৃত ঘটনা জানা যাবে।’

সাইফুল ইসলাম আরও বলেন, ‘রথযাত্রা যেন নির্বিঘ্নে করা যায়, সেজন্য তাদের সব ধরনের সহযোগিতা করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ দেওয়া হয়েছিল। স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে, সেটাও বলা ছিল। তারা কোন সড়ক দিয়ে যাবে সেদিকে নিরাপত্তার ব্যবস্থাও ছিল। পাশাপাশি চূড়ার উচ্চতা সম্পর্কেও তাদের সতর্ক করা হয়েছিল।’

এর আগে, গতকাল রাতে বগুড়ায় রথযাত্রায় দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়। কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েসকে। এছাড়া, কমিটিতে পুলিশ সুপারের প্রতিনিধি, নেসকো, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জনের প্রতিনিধি সদস্য রয়েছেন।

উল্লেখ্য, বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। রোববার বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া শহরের সেউজগাড়ী আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অলোক, আতশি রানী, রঞ্জিতা, নরেশ মোহন্ত ও জলি রানী সাহা।

পুলিশ জানিয়েছে, বিকেল ৫টার দিকে সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়। সেউজগাড়ী আমতলা এলাকায় পৌঁছালে রথের চূড়াটি সড়কের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে আগুন ধরে যায়। এ সময় র‌থের ওপরে বসে থাকা এবং নিচে থাকা অনেকে আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পাঁচজনকে মৃত ঘোষণা করেন।

People are also reading