হোম পিছনে ফিরে যান

France | ফ্রান্সে ম্যাক্রোঁর ভরাডুবি! প্রথম দফার সংসদীয় নির্বাচনে এগিয়ে কট্টর ডানপন্থীরা

uttarbangasambad.com 4 দিন আগে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ৩০ জুন ফ্রান্সে (France) অনুষ্ঠিত হয়েছে প্রথম দফার সংসদীয় নির্বাচন (Legislative elections)। এই নির্বাচনের পর এগিয়ে রয়েছে মারিন লি পেনের ন্যাশনাল র‌্যালি পার্টি (National Rally)। হতাশাজনক ফল করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) মধ্যপন্থী এনসেম্বল অ্যালায়েন্স। প্রথম দফার ফলাফলেই স্পষ্ট যে এবার প্রেসিডেন্টের কুর্সি ছাড়তেই হবে ম্যাক্রোঁকে। তবে আগামী ৭ জুলাই রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। সেদিনই প্রকাশ্যে আসবে চূড়ান্ত ফলাফল।

গত মাসের ইউরোপীয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলাফলের পরই সংসদ ভেঙে দেন ম্যাক্রোঁ। সেসময় আগাম নির্বাচনের ঘোষণা করেছিলেন তিনি। বেশ কয়েকটি সমীক্ষায় আভাস পাওয়া গিয়েছিল যে এবারে ক্ষমতায় আসতে চলেছে লি পেনের ডানপন্থী দল। প্রথম দফার ফলাফলে দেখা গিয়েছে, প্রায় ৩৪ শতাংশ ভোট পেয়েছে লি পেনের ন্যাশনাল র‌্যালি পার্টি। অন্যদিকে, বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট জোট ২৯ শতাংশ এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মধ্যপন্থী এনসেম্বল অ্যালায়েন্স প্রায় ২০.৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। ফ্রান্সের সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৮৯ আসন প্রয়োজন। তবে দ্বিতীয় দফার নির্বাচনে ন্যাশনাল র‌্যালি পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে কি না তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, লে পেনের দল ক্ষমতায় এলে দেশে ব্যাপক অশান্তির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই ডানপন্থীদের জয়ের দাবিতে উল্লাস শুরু হতেই কিছু জায়গায় অশান্তি শুরু হয়ে গিয়েছে। চলতি মাসে প্যারিসে বসছে অলিম্পিকের (Paris Olympic) আসর। এই পরিস্থিতিতে এই ধরনের রাজনৈতিক অস্থিরতায় চিন্তা বাড়ছে সব মহলের।

People are also reading