হোম পিছনে ফিরে যান

এগিয়ে বাম জোট, হতে পারে ঝুলন্ত পার্লামেন্ট

bonikbarta.net 2024/10/6
ছবি : এপি

ফ্রান্সে প্রথম দফার ভোটে এগিয়ে থাকলেও দ্বিতীয় দফার ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে কট্টর ডানপন্থী ন্যাশনাল র‌্যালি (আরএন)। প্রাথমিক ফলাফল থেকে দেখা যাচ্ছে, দ্বিতীয় দফার ভোটে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট (এনপিই) জয়ী হয়েছে এবং পার্লামেন্টে তারাই সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। তবে তিন পক্ষের কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ তিন পক্ষের একসঙ্গে কাজ করারও ইতিহাস নেই। এমন অবস্থায় দেশটি এখন ঝুলন্ত পার্লামেন্ট পাওয়ার পথে রয়েছে। খবর এপি ও বিবিসি।

এক মাস আগে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে ফ্রান্স থেকে কট্টর ডানপন্থীরা জয় পাওয়ার পর হতাশ মাখোঁ দেশে আগাম পার্লামেন্ট নির্বাচনের ডাক দেন। ইইউয়ের নির্বাচনে ডানপন্থীদের এ জোয়ারে মাখোঁর মধ্যপন্থী দল খারাপ ফল করায় তিনি জুনে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচন ঘোষণা দেন। নির্বাচনের ফলাফল আসার পর তাৎক্ষণিকভাবে ইমানুয়েল মাখোঁ কোনো মন্তব্য করেননি।

স্থানীয় সময় রোববার (৭ জুলাই) দেশটিতে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই পর্বে অনুষ্ঠিত নির্বাচনের প্রথম পর্বে কট্টর ডানপন্থীরা জয়ী হয়েছে। ফলে ধারণা করা হচ্ছিল দীর্ঘদিন পর ডানপন্থীরা ফ্রান্সে ক্ষমতায় আসবে। তবে রোববারের ভোটের রাতটি ফ্রান্সের সবার জন্য অপ্রত্যাশিত বার্তা নিয়ে আসে। পার্লামেন্ট নির্বাচনে যেমন ফলাফল আসবে বলে ধারণা করা হয়েছিল হয়েছে তার উল্টো। প্রাথমিক ফলাফলে কট্টর ডানপন্থীদের হতাশ করে জয় পায় বামপন্থীরা।

রয়টার্স বলছে, রোববারের এ ভোটে কট্টর-ডানপন্থী ন্যাশনাল ব়্যালিকে ঠেকাতে একজোট হয়ে লড়েছে বামপন্থী জোট দলগুলো। প্রথম দফা ভোটে ডানপন্থীদের জয়ে উদার ও মধ্যপন্থীদের মধ্যে শঙ্কা তৈরি হয়। আরএন যেন দ্বিতীয় দফায় জয়ী হতে না পারে সেজন্য বামপন্থী জোট এবং মাখোঁর জোটের মধ্যে আলোচনা হয়েছে। এ দুই জোট মিলে দুই শতাধিক প্রার্থীকে প্রত্যাহার করে নেন। আরএনের বিরুদ্ধে পড়া ভোটগুলো যেন একজনই পান সেজন্যই বাম ও মধ্যপন্থীদের এ কৌশলই শেষ পর্যন্ত কাজে দিয়েছে।

ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত এর বুথফেরত জরিপের তথ্য অনুযায়ী, ৫৭৭ আসনের পার্লামেন্টে ১৭২ থেকে ২১৫টি আসন পেতে চলেছে বাম জোট নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে মাখোঁর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স। তারা পেতে পারে ১৫০ থেকে ১৮০টি আসন। আর ১১৫ থেকে ১৫৫টি আসন নিয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে ন্যাশনাল র‌্যালি। 

ফ্রান্সে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৮৯টি আসন। এক্ষেত্রে বাম দলকে সরকার গঠনের জন্য অন্যদের সমর্থনের প্রয়োজন। এতে করে দেশটিতে ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনাই বেশি। 

এদিকে প্রাথমিক ফলাফলের পর মাখোঁর পক্ষের নেতা ও ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আগামীকাল প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন তিনি।

People are also reading