হোম পিছনে ফিরে যান

Budget 2024: ১৫ থেকে ১৭ লাখ টাকা বার্ষিক আয়? বাজেটে বড়সড় ছাড় দিতে পারে মোদি সরকার

news18.com 2 দিন আগে

ব্যক্তিগত কর কমালে সঞ্চয় বাড়ে। আর্থিক লেনদেন বৃদ্ধি পায়। এমনটাই বলেন অর্থনীতিবিদরা।

News18 Bengali

লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, তাঁর সরকার তৃতীয়বার ক্ষমতায় এলে মধ্যবিত্তের সঞ্চয় বাড়ানো এবং জীবনযাত্রার মান উন্নত করার দিকে নজর দেবে। এই পরিস্থিতিতে সরকার ২০২০ সালে চালু করা নয়া কর ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে। বর্তমানে ১৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ৫ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত আয়কর নেওয়া হয়। ১৫ লাখ টাকার উপর বার্ষিক আয়ে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হয়।

People are also reading