হোম পিছনে ফিরে যান

পটুয়াখালীতে বঙ্গোপসাগর উত্তাল, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

risingbd.com 2 দিন আগে

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ১ জুলাই ২০২৪   আপডেট: ১১:০৩, ১ জুলাই ২০২৪

পটুয়াখালীতে বঙ্গোপসাগর উত্তাল, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

পটুয়াখালীতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বাতাসের চাপ আগের তুলনায় অনেকটা বেড়েছে। নদ-নদী পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠছে। 

Google news

সোমবার (১ জুলাই) সকাল থেকেই পটুয়াখালীতে একটানা বৃষ্টি ঝরছে। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এর আগে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। 

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামি ৭২ ঘণ্টা উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।

People are also reading