হোম পিছনে ফিরে যান

কিশোরগঞ্জে হাতির আক্রমণে ব্যবসায়ী নিহত

boishakhionline.com 2 দিন আগে

প্রকাশিত: ০২-০৭-২০২৪ ১৯:১৬

আপডেট: ০২-০৭-২০২৪ ১৯:১৬

কিশোরগঞ্জ সংবাদদাতা: কিশোরগঞ্জে হাতির আক্রমণে মাসুদুর রহমান মিস্টন নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হাতিসহ মাহুত রিয়াজকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধ্যায় জেলা শহরের নগুয়া বাসস্ট্যান্ডে নিজের মালিকানাধীন এ.আর ফার্মা নামক ফার্মেসিতে মাসুদুর রহমান মিস্টন বসেছিলেন। এসময় একটি হাতি তার ফার্মেসিতে গিয়ে টাকার জন্য শুঁড় এগিয়ে দিলে মাসুদুর রহমান ১০ টাকা দেন। 

টাকা পেয়ে হাতিটি সামনে কিছুটা এগিয়ে যাওয়ার পর চাঁদা নিয়ে এক দোকানির সঙ্গে কলহ হয়। এ সময় শোরগোল তৈরি হলে মাসুদুর রহমান মিস্টন ফার্মেসি থেকে বের হলে ক্ষিপ্ত হাতিটি শুঁড় দিয়ে তাকে তুলে এনে ফার্মেসির সামনে সজোরে আছাড় মারে। এতে পাকা সড়কে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান মাসুদুর রহমান।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় হাতির রাখাল রিয়াজ মোল্লাকে আটক করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

People are also reading