হোম পিছনে ফিরে যান

কোম্পানীগঞ্জে বাড়ছে পানি, বেড়েছে জনদুর্ভোগ

dainiksylhet.com 2024/10/6

প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জের নদ নদীর পানি বাড়ছে৷ উপজেলা সদর ও থানার রাস্তা পানিতে তলিয়ে গেছে।

প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বন্যা কবলিত হয়েছে উপজেলার ছয়টি ইউনিয়নের ৯৭টি গ্রামের মানুষ।

গত দুইদিন ধরে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানিতে উপজেলার ছয়টি ইউনিয়নের গ্রামীণ রাস্তাগুলো তলিয়ে গেছে পানির নিচে। যার ফলশ্রুতিতে ইউনিয়ন ও উপজেলা পরিষদের সাথে গ্রামীন সকল রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অনেক এলাকায় মানুষের ঘরে পানি উঠেছে। তবে বেশির ভাগ এলাকায় মানুষের ঘরের সামনে পানি থাকায় জনমনে বাইশের বন্যার আতঙ্ক রয়েছে।

গেল ২৮ মে কোম্পানীগঞ্জে প্রথম দফার বন্যা হয় ও গত ১৭ জুন দ্বিতীয় দফায় বন্যা হয় কোম্পানীগঞ্জে। প্রথম দফার বন্যায় বানভাসি মানুষের তেমন ক্ষয়ক্ষতি না হলেও দ্বিতীয় দফায় মানুষের বাড়ি-ঘরের ক্ষয়ক্ষতির পাশাপাশি রাস্তাঘাট সহ বিভিন্ন কিছুর ক্ষতি হয়েছিল এবং আশ্রয় কেন্দ্রে উঠেছিল দশ হাজার মানুষ।

থানা বাজারের ব্যবসায়ী আবু উবায়দা বলেন, থানা বাজারের রাস্তা পানিতে ডুবে গেছে এবং অনেক দোকানপাট পানিতে ছুই ছুই অবস্থা। বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে সকল দোকান পানির নিচে তলিয়ে যাবে। যে ভাবে পানি বাড়ায় উৎকন্ঠায় রয়েছেন বাজারের ব্যবসায়ীগণ। এদিকে বৃষ্টি অব্যাহত থাকলে পানি চরম বিপদ সীমা অতিক্রম করতে পারে বলে ধারণা করছেন অনেকেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

People are also reading