হোম পিছনে ফিরে যান

অপরাধীকে যে কোনো মূল্যে দমন করতে হবে: সিএমপি কমিশনার

risingbd.com 2024/10/6
অপরাধীকে যে কোনো মূল্যে দমন করতে হবে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নবনিযুক্ত কমিশনার মো. সাইফুল ইসলাম বলেছেন, ‌‘তথ্য আড়াল করে কোনো লাভ নেই। এতে অপরাধীরা আরও বেশি উৎসাহিত হবে। আপনারা (সাংবাদিক) থানা থেকে কোনো তথ্য না পেলে সরাসরি আমাকে ফোন করবেন। আপনারা যেমন চাচ্ছেন সমাজের ক্ষত সারাতে, তেমনি আমরাও চাচ্ছি সমাজের মানুষগুলোকে ভালো রাখতে। অপরাধীদের পরিচয় অপরাধী হিসেবে। অপরাধীকে যে কোনো মূল্যে দমন করতে হবে।’

Google news

সোমবার (৮ জুলাই) দুপুরে নগর পুলিশের সদর দপ্তর দামপাড়া মাল্টি পারপাস শেডে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

পুলিশ কমিশনার বলেন, ‘আমার দরজা সব সময় সেবা প্রার্থীদের জন্য খোলা থাকবে। চট্টগ্রামবাসীর যে কোনো অভিযোগ ও সমস্যার কথা আমি শুনবো। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। চট্টগ্রামে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং যানজট নিরসনে নিরলসভাবে কাজ করে যাবো। সেবাপ্রার্থীরা যাতে থানায় গিয়ে প্রয়োজনীয় সেবা পান সে বিষয়টি আমি দেখবো।’ 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশ এবং বিট পুলিশিং কার্যক্রমে জড়িত বিতর্কিতদের কমিটি থেকে বাদ দেওয়া হবে। ইতোমধ্যে কমিটির সদস্যদের বিরুদ্ধে কোনো মামলা কিংবা অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর অভিযোগ থাকলে তাদেরকে কমিটি থেকে বাদ দেওয়া হবে।’

চট্টগ্রাম এবং কক্সবাজার কেন্দ্রিক ছেলে নিখোঁজ নিয়ে খুব বেশি করে ফেসবুক ফেইজসহ নানা সামাজিকমাধ্যমে প্রচার হচ্ছে বিষয়টির কতোখানি সত্যতা আছে এমন প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম বলেন, ‘সিএমপির  থানাগুলোতে ১৭টি মিসিং ডায়েরি (জিডি) ছিল। এগুলো পর্যালোচনা করে দেখা গেছে, ৮ জন প্রেম সংক্রান্ত বিষয়ে চলে গেছেন, আর কেউ কেউ স্বজনদের সঙ্গে অভিমান করে চলে গেছেন। তবে যারা মিসিং হয়েছেন তারা সবাই পরিবারে ফিরে এসেছেন।’

কিছু পুলিশ সদস্য নানা অপরাধে জড়িত এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি কোনো দুষ্টু গরু রাখবো না। প্রয়োজনে শূন্য গোয়াল থাকবে। অভিযোগ পেলেই জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আবদুল মান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

গত বৃহস্পতিবার (৪ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩২তম কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ করেন উপ-পুলিশ মহাপরিদর্শক মো. সাইফুল ইসলাম। 

People are also reading