হোম পিছনে ফিরে যান

জয়পুরহাটে স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন

newspostbd.com 2024/5/19
জয়পুরহাটে স্বামী-স্ত্রীসহ ৫ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি,জয়পুরহাটঃ 

জয়পুরহাটে পরকীয়ার জেরে নুরুন্নবী মণ্ডল হত্যা মামলায় দীর্ঘ ১৯ বছর পর স্বামী-স্ত্রীসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (৫ মে) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, সাজাপ্রাপ্তরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল শেখপাড়া গ্রামের শাহাদুল ইসলাম, তার স্ত্রী মরিয়ম বেগম রেখা, ইনারী সরদারের ছেলে আ. রাজ্জাক, রইস উদ্দিনের ছেলে মোজাহার আলী ও শামসুদ্দিনের ছেলে রেজাউল ইসলাম।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, শাহাদুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম রেখার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন আলতাব মণ্ডলের ছেলে নুরুন্নবী মণ্ডল। এ ঘটনার জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বামী-স্ত্রীসহ ও অন্যান্য সাজাপ্রাপ্ত আসামিরা পরস্পর যোগসাজশে নুরুন্নবীকে হত্যা করে পুরাতন কবরে লুকিয়ে রাখে।

ঘটনার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৪ নভেম্বর সন্ধ্যার পর থেকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ-খবর করেও কোনো হদিস পাচ্ছিল না নুরুন্নবীর। পরে হাটশহর এলাকায় তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় ২১ নভেম্বর ক্ষেতলাল থানায় একটি মামলা করেন নিহতের বাবা আলতাব মণ্ডল।

People are also reading