হোম পিছনে ফিরে যান

পাহাড়ি ঢলে ট্যাঙ্কসহ নদীতে ভেসে গেল ৫ ভারতীয় সেনা

channelionline.com 2024/10/5

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে আকস্মিক পাহাড়ি ঢলে একটি নদী পার হওয়ার মহড়ার সময় এক জুনিয়র কমিশনড অফিসারসহ (জেসিও) পাঁচ সেনা সদস্য ভেসে গেছেন। এই ট্যাঙ্ক দুর্ঘটনায় একজনের লাশ উদ্ধার করলেও ধারণা করা হচ্ছে, তারা সকলেই মারা গেছেন।

শনিবার (২৯ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, একটি টি-৭২ ট্যাঙ্ক শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পাঁচ সেনা সদস্যকে নিয়ে স্থানীয় নদী পেরনোর সময় জলোচ্ছ্বাস ঘটে। আকস্মিক ঢলের তোড়ে গোটা ট্যাঙ্কটাই ডুবে যায়।

প্রতিবেদনে বলা হয়, প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে নিয়োমা-চুশূল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। লেহ থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে মন্দির মোড়ের কাছে জওয়ানরা টহল দিচ্ছিলেন। সেখানে পাহাড়ি নদী পেরোতে গিয়ে আকস্মিক ঢলের মুখে পড়েন তারা। সেনাদের উদ্ধারে তল্লাশি শুরু হয়েছে।

People are also reading