হোম পিছনে ফিরে যান

এনবিআর কর্মকর্তা ফয়সালের খুলনার বাড়িতে গিয়ে যা জানা গেল

prothomalo.com 2024/7/7

আরেক এনবিআর কর্মকর্তার ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ

এনবিআরের প্রথম সচিবের স্ত্রী, শ্বশুর-শাশুড়ির নামেও সম্পদ

এনবিআরের ফয়সালের শ্বশুর-শাশুড়ির নামে ১৮ ব্যাংক হিসাব, জমা হয় ১৯ কোটি টাকা

গতকাল মুজগুন্নী প্রধান সড়কের কাজী বাড়ি এলাকায় ফয়সালের পৈতৃক বাড়িতে বেশ কয়েকবার গেলেও কাউকে পাওয়া যায়নি। পাশের বাড়িতে ফয়সালের চাচার পরিবার থাকে। ফয়সালের চাচি নুরুন্নাহার প্রথম আলোকে বলেন, ‘২৪ বছর আগে আমার বিয়ে হয়েছে। আমার বিয়ের পর থেকেই দেখছি, ফয়সালদের পরিবারের সঙ্গে আমার অন্য ভাশুর-দেবরদের তেমন সম্পর্ক নেই। মানে চার ভাই একমতে চললেও ফয়সালদের পরিবার আলাদা। সে জন্য তাঁদের বিষয়ে আমরা তেমন কিছু জানি না। তবে মাঝেমধ্যে তাঁরা এই বাড়িতে এসে ঘুরে যান।’

মুজগুন্নীর ওই বাড়ি ছাড়াও যশোর রোডের পাশে নেছারিয়া মাদ্রাসার উত্তরে ফয়সালদের একটি তিনতলা বাড়ি আছে। সেখানে তাঁর মা ও ভাই থাকেন। বাড়ির নিচতলা ভাড়া দেওয়া। বাড়ির সামনে বড় করে টু-লেট নোটিশ টাঙানো। সেখানে থাকা মুঠোফোন নম্বরে ফোন দিলেও কেউ ধরেননি। বাড়ির ভেতরে গেলে একজন ভাড়াটে জানান, ফয়সালের মা বাড়িতে আছেন। তবে অসুস্থ থাকায় তিনি কারও সঙ্গে দেখা করছেন না।

People are also reading