হোম পিছনে ফিরে যান

নাটোরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, কারাগারে ৯ আ.লীগ নেতা  Edit

protidinersangbad.com 2024/10/6

ছবি: প্রতীকি

নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখমের মামলায় ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ সময় ৫ জনকে জামিন দেওয়া হয়েছে।

রবিবার (৭ জুলাই) দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন আলম এই আদেশ দেন।

এর আগে বুধবার (৩ জুলাই) সকাল বিএনপি নেতা বাচ্চু কেন্দ্রীয় কর্মসূচি পালনে শহরে দলীয় কার্যালয়ে যাওয়া পথে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের হামলার শিখার হন। এ ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে বুধবার সকালের দিকে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন বাচ্চু। পথে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে তাকে কুপিয়ে জখম করে সড়কের ওপর ফেলে রাখে।

হামলার পর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল, পরে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসক।

হামলার ঘটনায় শহিদুল ইসলাম বাচ্চুর স্ত্রী সুলতানা পারভীন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করে আইনজীবীর মাধ্যমে থানায় মামলা করেন। পরে পর দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। এছাড়া মামলায় অভিযুক্ত এজাহারনামীয় ১৪ জন সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানী শেষে আদালতের বিচারক রওশন আলম ৯ জনকে কারাগারে নেওয়অর আদেশ ও ৫ জনকে জামিনে মুক্তি দেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

People are also reading