হোম পিছনে ফিরে যান

শিবপুর পৌর সভার মেয়র হতে চান এমপির ভাই সামসুল ইসলাম

jaijaidinbd.com 2024/9/29
ছবি-যায়যায়দিন

নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি শিল্পপতি মোঃ সামসুল ইসলাম মোল্লা শিবপুর পৌরসভার মেয়র হতে চান। তিনি নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য মো: সিরাজুল ইসলাম মোল্লার ছোট ভাই।

শুক্রবার সন্ধ্যায় শিবপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের আয়োজনে বাজনাব বাসস্ট্যান্ডে এক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষনা দেন।

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও পৌরসভার নির্বাচন উপলক্ষে এই ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীলীগের সাবেক সাধারণ সম্পাদক, মো: মোশারফ হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির মিষ্টার, উপজেলা যুবলীগের উপপ্রচার সম্পাদক মোস্তফা মিয়া, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক প্রীতম দাস, মাছিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: খোকন খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক মতিউর রহমান মুন্সি। মতবিনিময় সভায় পৌর সভার মেয়র পদ প্রার্থী সামসুল ইসলাম মোল্লা বলেন, আমাদের পরিবারের সবার বড় ভাই সিরাজুল ইসলাম মোল্লা শিবপুরের এমপি, ওনার স্ত্রী ফেরদৌসী ইসলাম নবনির্বাচিত উপজেলা পরিষদ এর চেয়ারম্যান। আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে প্রচার প্রচারণা চালিয়ে ছিলাম। এতে জনগণ আমাকে ব্যাপক সাড়া দিয়েছিল।

কিন্তু তফসীল ঘোষণা হলে আমার বড় ভাই সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা এলাকার এক মান্যবর ব্যক্তির মাধ্যমে আমার সাথে আলোচনায় বসেন। আলোচনায় তিনি আমাকে বলেছেন যে, উপজেলা নির্বাচনে ওনার স্ত্রী ফেরদৌসী ইসলাম চেয়ারম্যান পদে নির্বাচন করবে। আমি যেন উপজেলা নির্বাচন না করি।

সামনে শিবপুর পৌরসভা নির্বাচন হবে আমাকে তিনি পৌরসভা নির্বাচন করতে বলেন। এমনকি তিনি বাড়িতে এক সভায় সকলের সামনে আমাকে পৌরসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। আমি বড় ভাই এর কথায় তখন উপজেলা পরিষদ নির্বাচন থেকে সড়ে দাঁড়াই।

এখন আমি এমপি পরিবারের পৌর সভা নির্বাচনে মেয়র পদ প্রার্থী। এটা মিমাংসিত একটি সিদ্ধান্ত। কিন্তু দেখা গেছে কেউ কেউ এমপির পরিবারের অন্য সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার করছেন। এটা ঠিক নয়। কেউ অতি উৎসাহী হয়ে এমন কাজ করা থেকে বিরত থাকবেন। আমিই এমপি পরিবারের একমাত্র শিবপুর পৌরসভার মেয়র পদ প্রার্থী।

যাযাদি/ এম

People are also reading