হোম পিছনে ফিরে যান

শতক ছাড়ালো পেঁয়াজের কেজি

boishakhionline.com 2 দিন আগে

প্রকাশিত: ০৪-০৭-২০২৪ ১১:৪৩

আপডেট: ০৪-০৭-২০২৪ ১১:৪৩

অনলাইন ডেস্ক: দেশের বাজারে পেঁয়াজের দাম আবারও ১০০ ছাড়িয়েছে। অন্যান্য নিত্যপণ্যের বাড়তি দামের সঙ্গে নতুন করে যুক্ত হলো পেঁয়াজ।

রাজধানীর বেশ কয়েকটি খুচরা বাজারে পেয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে। ১৫ দিন আগেও খোলা বাজারে পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা দরে পাওয়া যাচ্ছিলো। অর্থাৎ দুই সপ্তাহের  ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বেড়েছে। শুধু গত তিন দিনেই দাম বেড়েছে ১০ টাকা।

বাজারে পেঁযাজ সরবরাহ ঘাটতিকে বাড়তি দামের কারণ বলছেন খুচরা বিক্রেতারা। তারা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। পাশাপাশি ভারত থেকে কম আমদানি হওয়ার কারণে পেঁয়াজের দাম বাড়ছে। 

এদিকে পাইকারি ব্যবসায়ীরাও কথা বলছেন একই সুরে। তারা জানিয়েছেন, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম পড়ছে বেশি। কারণ ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। অন্যদিকে, দেশে পেঁয়াজ সরবরাহে ঘাটতি রয়েছে। 

People are also reading