হোম পিছনে ফিরে যান

ভুটানের রাজা এখন কুড়িগ্রামে

gramerkagoj.com 2024/4/28

প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০১:২৬:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ , ২০২৪, ০২:১৪:১২ পিএম

GK_2024-03-28_660510ad54d9d.jpg
ভুটানের রাজা জিগমে খেসার নাময়িগেল ওয়াংচুক এখন কুড়িগ্রামে। রাজার আগমনকে ঘিরে স্থানীয় প্রশাসন সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২ টা ১৫ মিনিটে দিকে সৈয়দপুর বিমান বন্দর থেকে সড়ক পথে কুড়িগ্রাম সার্কিট হাউজে এসে পৌঁছান। কুড়িগ্রামের জেলা প্রশাসক সাইদুল আরীফ জানান, ভুটানের রাজা দুপুর দেড়টা পর্যন্ত সার্কিট হাউজে অবস্থান করবেন। এরমধ্যে তিনি দুপুরের খাবার সেরে নিবেন। এরপর দুপুর দেড়টায় তিনি ধরলার পাড়ের কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত জায়গা পরিদর্শন করবেন। কুড়িগ্রামে ২১৯ একর জমির উপর গড়ে তোলা হবে জিটুজি ভিত্তিতে এ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এখানে রাজা পনের মিনিট অবস্থানের পর সড়ক পথে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের দিকে যাত্রা শুরু করবেন। স্থল বন্দরে বিশেষ ইমিগ্রশনের মাধ্যমে ভারত হয়ে নিজ দেশ ভুটানে যাবেন রাজা। কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আব্দুল আজিজ জানান, ধরলার পাড়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হলে সড়ক, নদী ও রেল পথের সুবিধা মিলবে। এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হবে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, ভুটানের রাজার আগমনে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
 
People are also reading