হোম পিছনে ফিরে যান

কলারোয়ায় ক্যান্সার,কিডনিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ২৩ জন রোগিকে চেক বিতরণ করলেন এমপি স্বপন

dainikdristipat.com 2024/10/6

দৃষ্টিপাত ডেস্ক :

  • আপডেট সময় সোমবার, ৮ জুলাই, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়ায় ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসোমিয়া রোগে আক্রান্ত রোগিদের মধ্যে সরকারী আর্থিক সহায়তা কর্মসূচীর চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুর-ই-আলম নাহিদ, ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, বিশাখা তপন সাহা, এমপি’র পি এস আসাদুজ্জামান, সাংবাদিক দীপক শেঠ, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কে এম আনিছুর রহমান, জাকির হোসেন, জুলফিকার আলী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, রবিউল আলম মল্লিক, আব্দুর জলিল,হাফিজুর রহমান, মিঠু,যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম, শহিদ আলী,কাজী সাহাজাদা, পৌর কাউন্সিলর আকিমুদ্দীন, রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৩ জন রোগিকে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি এমপি ফিরোজ আহম্মেদ স্বপন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবা অফিসের কর্মকর্তা আমিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

People are also reading